রমেন চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত:
কী লাভ এখন এসব দেখে?
স্যাঁতা পড়া দাগ,
খসে পড়া ইটের কুচি?
নিজ ভীতকে তুমি তো
নিজেই তৈরী করেছিলে একদিন-
ইট-সিমেন্ট-বালি-জল সহযোগে,
কৃষ্ণ নামে ম্ত হয়ে।
অথচ কৃষ্ণকথা শুনেও শোনোনি সেদিন।
যা তোমাকে সাবধানতা শুনিয়েছিল,
দিতে চেয়েছিল অবর্থ ধন্বত্তরি-
বিশল্যকরণী ছোঁয়া।
তুমি ছিলে তখন হাইস্পীডের
এক্সপ্রেসের মতো উদ্দাম,
অন্ধত্বের দাঁড়িপাল্লায় চড়ে
দেখেছিলে নীলাকাশ,
ঘন মেঘে ঢেকেছে হয়তো আজ
ভোরের সোনালী দিবাকর,
হয়তো এসছিল একদিন
স্বপ্নরঙিন প্রজাপতি;
বিমুখ করেছ তাকে – বিলুপ্ত প্রায়।
সময়ের সায়াহ্নে নিস্ফল ক্রন্দনে
নাইবা শোনালে সমুদ্র মন্থনের কথা।
বন্ধ কপাট খুলেই দেখোনা-
দাঁড়িয়ে আছে অমলকান্তি তোমার পাশেই।