জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: সম্প্রতি দমদম গান্ধর্ব সাংস্কৃতিক সংস্থা জীবনানন্দ সভাঘরে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল। সংস্থার কর্ণধার কবি অনিরুদ্ধ বন্দোপাধ্যায় সংস্থার আগামী লক্ষ্য ও কর্মসূচীর কথা ঘোষণা করেন তাঁর স্বাগত ভাষণে। উদ্বোধনী সংগীত পরিবেশন করে অন্বেশণ সংগীত বিদ্যালয়ের ছাত্রীরা। স্বরচিত কবিতাপাঠে ছিলেন কবি জয়দীপ চট্টোপাধ্যায়, কবি শশাঙ্ক দাস পুরকায়স্থ, কবি কেতকীপ্রসাদ রায় ও কবি সুচরিতা চক্রবর্ত্তী। আবৃত্তি পরিবেশন করেন ড. বাসুদেব ভট্টাচার্য্য, সুরঞ্জনা ঘোষ, উত্তম চক্রবতী, দীপা বিশ্বাস ও মোনালিসা বিশ্বাস। নিজের কথা ও সুরে সংগীত পরিবেশন করে শ্রোতাদের মন আকর্ষণ করেন। বিভিন্ন গানে শ্রোতাদের আনন্দ দেন সুমন বড়াল, অঞ্জু মাজী, অনন্যা ঘোষ, অন্বেষা ঘোষ, জয়িতা চৌধুরী প্রভৃতি সংগীতশিল্পী। কবি অনিরুদ্ধ বন্দোপাধ্যায় ও জয়িতা কাঞ্জিলালের রচনায় এবং অনিরুদ্ধ বন্দোপাধ্যায় ও সুজাতা বসাকের উপস্থাপনায় শ্রুতিকবিতা নাটক মৃত্যুহীন ভালোবাসা নতুনত্বের স্বাদ আনে। সবশেষে অনিন্দ্য গুপ্তের পরিচালনায় নন্দিনী লাহা প্রযোজনায় ও রক্তকরবীর উপস্থাপনায় সমবেত কবিতাকোলাজ অনিরুদ্ধ বন্দোপাধ্যায় রচিত ‘ঘর ছাড়া মেয়ের গল্প’ অনুষ্ঠানের অন্য মাত্রা আনে। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন নন্দিনী লাহা এবং আবহে ছিলেন শুভ্র সেনগুপ্ত। কবিতা, গান, আবৃত্তির মাধ্যমে এই সন্ধ্যাটি মনোরম পরিবেশ রচনা করে।