আনোয়ারুল ইসলাম রনি, সিউল, দক্ষিণ কোরিয়া: ১৫ আগস্ট সন্ধ্যায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক আলোচনা সভা দূতাবাস হল রুমে অনুষ্ঠিত হয়। দূতালায় প্রধান জনাব রহুল আমিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবিদা ইসলাম। উপস্থিত ছিলেন ব্যবসায়িক শাখার কনস্যুলার মাসুদ রানা চৌধুরী, প্রথম সচিব (শ্রম) মকিমা বেগম।
আলোচনা সভায় ইপিএস বাংলা কমিউনিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কোরিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কোরিয়ানদের উপস্থিতি ছিল লক্ষণীয় ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির মহান এই নেতার হত্যার মধ্য দিয়ে সেদিন ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় রচিত হয়েছিল এবং এই বর্বর হত্যাযজ্ঞ ছিল বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। উক্ত অনুষ্ঠানে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক সহ নির্বাহী সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।