আনোয়ারুল ইসলাম রনি, সিউল, দক্ষিণ কোরিয়া: আগামী ২১ অক্টোবর রবিবার দক্ষিণ কোরিয়ায় বিদেশী অধ্যুষিত শহর আনসানের অলিম্পিক ইনডোর স্টেডিয়ামে ইপিএস এ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে । ইপিএস সিস্টেমে কোরিয়া এসে যারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেয়েছে, বৈধ পথে বেশি রেমিটেন্স পাঠিয়েছে , কোরিয়াতে বিভিন্ন ক্ষেত্রে এ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে, যেসব মালিক বেশি বাংলাদেশি শ্রমিক খাটায় এমন সব ব্যক্তিকে এ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করার পাশাপাশি অন্যদের উৎসাহি করার লক্ষ্যে এমন আয়োজন ।(ইপিএস হলো এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম যে পদ্ধতিতে কোরিয়া বিদেশ থেকে শ্রমিক নেয়।)
এ অনুষ্ঠানে কোরিয়া মাতাতে আসছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ছাড়াও বাংলাদেশি আইডলের বৃষ্টি ও মিরাক্কেলিয়ান জামিল হোসাইন। বাংলাদেশের সঙ্গীত জগতের চিরসবুজ কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। সেই ১৯৮২ সালে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানের মধ্য দিয়ে তার পথচলা শুরু। সঙ্গীতাঙ্গনে কুমার বিশ্বজিৎ তিন যুগ সময় পার করছেন। এই তিনযুগে বাংলাদেশের সঙ্গীতকে দেশে এবং দেশের বাইরে সমৃদ্ধ করেছেন এবং পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই কিংবদন্তি শিল্পী এবার দক্ষিণ কোরিয়া মাতাবেন।
ছোট বেলা হতে সংগীতপ্রিয় বাংলাদেশি আইডল হিসেবে উঠে আসা বৃষ্টি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী। দেশে ও বিদেশে স্টেজ শো’তে বর্তমানে আলোচিতদের একজন। কিছুদিন আগে সিংগাপুরে গিয়ে মাতিয়ে এসেছিলেন এই শিল্পী।দক্ষিণ কোরিয়াতে প্রথম বারেরমত ইপিএস এ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আসছেন তিনি।
জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের কৌতুক অভিনেতা ও বর্তমান নাট্যজগতের আলোচিত মুখ জামিল হোসাইন। বাংলাদেশের বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষায় অভিনয় করে সবার নজর কেড়েছেন এই একাধিক প্রতিভার অধিকারী অনুষ্ঠানের ট্রাম্পকার্ড হিসেবে থাকছেন। অনুষ্ঠানে ড্রামিস্ট হিসেবে আছেন বাংলাদেশের সেরা ড্রামিস্ট মিঠুন চক্রবর্তী, গিটারিস্ট হিসেবে সেরা সুরকার ইফতেখার ইফতি ও কি বোর্ডে আছেন সোহেল আজিজ।
বিশেষ আকর্ষণ হিসেবে কোরিয়ান কে পপ দল সুইট গার্লের মনোমুগ্ধকর পারফরম্যান্স । ইপিএস এ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় আছেন আনসান সিটি।
অনুষ্ঠানে স্পন্সর হিসেবে রয়েছে সুমাইয়া টেক, নভোগ্রুপ, জিএমই রেমিটেন্স, আর কে টেলিকম, আল বারাকা রেস্টুরেন্ট, মিরে ট্রেডিং, এম এস ট্রাভেলস, টিকন সিস্টেম লিঃ ও মদিনা মোবাইল শপ। অনুষ্ঠানে থাকবে দেশীয় খাবারের স্টলের সমাহার । আরো একটি মিলনমেলা দেখার অপেক্ষায় কোরিয়া প্রবাসীরা ।