মো: আনোয়ারুল ইসলাম রনি, সিউল, দক্ষিণ কোরিয়া: ২১ জুলাই ২০১৮ শনিবার ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার পক্ষ থেকে কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবের বিদায় এবং নতুন সচিবের বরন অনুষ্ঠিত হয়েছে। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জাহিদুল ইসলাম ভুঁইয়া’র বিদায় এবং নবাগত সচিব (শ্রম) মুকিমা বেগমের যোগদান উপলক্ষে এই বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত আবিদা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়িক শাখার কন্স্যুলার মাসুদ রানা চৌধুরী, প্রথম সচিব ও দূতাবাস প্রধান জনাব রহুল আমিন।
বিদায়ী বক্তব্যে জনাব জাহিদুল ইসলাম ভুঁইয়া কোরিয়াতে ইপিএস কর্মীদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করায় ইপিএস বাংলা কমিউনিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন, পাশাপাশি স্থলাভিষিক্ত নতুন সচিব (শ্রম) মুকিমা বেগমকে সহায়তা প্রদানের অনুরোধ করেন। নব নিযুক্ত সচিব (শ্রম) মুকিমা বেগম বরাবরের ন্যায় দূতাবাসের কার্যক্রমে ইপিএস বাংলা কমিউনিটির সহযোগিতা কামনা করেন। ইপিএস বাংলা কমিউনিটির পক্ষ থেকে বিদায়ী সচিবের দীর্ঘায়ু কামনা ও ভবিষ্যৎ কর্মজীবনেও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। সেই সাথে নবনিযুক্ত সচিবকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বিদায় ও বরণ অনুষ্ঠানে ইপিএস বাংলা কমিউনিটির ইন কোরিয়ার উপদেষ্টামণ্ডলী, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।