আনোয়ারুল ইসলাম রনি, সিউল, দক্ষিণ কোরিয়া: ১৯ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার স্থানীয় সময় ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হলো বাংলাদেশ উন্নয়ন মেলা। উন্নয়ন মেলার আয়োজন করে কোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস । আনসান সিটি কর্পোরেশনের সহযোগিতায় প্রোগ্রামটি সম্পন্ন হয় ।
উন্নয়ন মেলা মূলত কোন মেলা নয় বরং দেশ কতটুকু উন্নতি করেছে, দেশের পর্যটন খাত, দেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ এসব নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে দেশি এবং কোরিয়ান ব্যবসায়ী, কমিউনিটি নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটিকে কয়েকটি ধাপে ভাগ করে সাজানো হয়। উদ্বোধনী বক্তব্য, স্বাগতিক বক্তব্য, বাংলাদেশ উন্নয়ন অভিযাত্রা বিষয়ক উপস্থাপনা, উন্মুক্ত আলোচনা, ধন্যবাদ জ্ঞাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার সামগ্রী দিয়ে আপ্যায়ন ।
অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস আবিদা ইসলামসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে কোরিয়ানদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানানো হয় এবং কোরিয়ানরাও পর্যাপ্ত সুবিধা পেলে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করে। এরপর বাংলাদেশি ঐতিহ্যবাহী নাচ গানের মাধ্যমে কোরিয়ানদের কাছে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরা হয়। এসবের মধ্যে দিয়ে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয় ।