প্রবাস মেলা ডেস্ক: জোহানেসবার্গের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ৬৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকার বৃহৎ শহরটির জরুরি ব্যবস্থাপনা সেবা সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।
৩১ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার ভোরে ওই ভবনে আগুন লাগে। অগ্নিকাণ্ডে আরও ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানাযায়, বিল্ডিংটিতে অন্তত ২০০ জনের মতো মানুষ বসবাস করত। খবর আল জাজিরা, টিআরটি।
দেশটির জরুরি ব্যবস্থাপনা সেবার মুখপাত্র রবার্ট মুলুদজি জানান, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভবনটিতে উদ্ধার অভিযান চালাচ্ছেন তারা। ভবনটির অন্য বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাঁচ তলা ওই ভবনে এমন ভয়াবহ আগুন কীভাবে লাগলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ভবনটি একটি অস্থায়ী বাসস্থান ছিল। ফলে সেখানে অনেক অস্থায়ী জিনিসপত্র ছিল। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, জোহানেসবার্গে গত কয়েক মাসে অগ্নিকাণ্ডের চতুর্থ ঘটনা এটি।