জেনিফা জামান:
নিরন্তর সেই চোখ দুটি,
দিনের আলোর মতোই স্বচ্ছ,
যেখানে শরতের শুভ্রতা রোদের আলোয় নাচে,
সেখানেই তোমার চোখের তারায় আমার নাম
লেখা আছে।
নিরন্তর সেই চোখ দুটি
অনুরাগের বৃষ্টি ঝরায় টুপ টাপ,
যেখানে সূর্যস্নানে ঢেউয়ের
লোকোচুরিতে প্রেম বাঁচে,
সেখানেই তোমার দৃষ্টিতে আমার নাম লেখা আছে।
নিরন্তর সেই চোখ দুটি,
আস্ত পূর্ণিমা’র চাঁদ,
যেখানে বিরতীহীন দৃষ্টির গন্তব্য হৃদপিণ্ডের কাছে,
সেখানেই তোমার বুকে আমার নাম লেখা আছে।