সুজাতা চৌধুরী
পশ্চিমবঙ্গ, ভারত
তোমার করতল জুড়ে
ভরসা আঁকা থাকে।
আমি ঐ স্নিগ্ধ হাতে
আমার মেঘলা মন রাখি-
আশ্চর্য রোদ জেগে ওঠে।
আমি ঐ করতলে কান্না যেই রাখি-
সাদা পারাবত হয়ে যায়।
ঐ শান্ত করতলে
দ্বিধার হৃদয় যেই রাখি
সূর্য আঁকে ভালোবাসা
গোধুলির সীমারেখা জুড়ে।