বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকা শহরে তেঁতুলতলা মাঠ নিয়ে উদ্ভুত পরিস্থিতির আপাত সমাধান হয়েছে বলা যায়, কিন্তু এ মাঠের ওপর জনগণের পূর্ণ অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি।
তিনি বলেন, ‘যে মাঠে লাশ ধোয়া হতো, ঈদের নামাজ পড়া হতো, শিশুরা খেলাধুলা করতো সেই ছোট্ট মাঠ নিয়ে আমাদের আন্দোলন করতে হয়েছে, থানা হাজতে যেতে হয়েছে, যা দুঃখজনক। আমাদের প্রিয় নগরী ঢাকা শহর আজ একটি দর্শনহীন, ভিশনহীন ও সমন্বয়হীন দূষিত নগরে পরিণত হয়েছে।’
শুক্রবার (১৩ মে) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত নগর ব্যবস্থাপনায় সুশাসন নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন একটি সুস্পষ্ট নগর দর্শন, যা এখনও বাস্তবায়িত হয়নি। এ শহর নিয়ে আমাদের সামনে স্পষ্ট কোন ভিশনও নেই। আজ আমাদের প্রধান দাবি হবে ঢাকা শহরের একটি সুস্পষ্ট ভিশন।
তিনি বলেন, ঢাকা শহরের ডিটেইল এরিয়া প্ল্যান শেষ হয়েছে ২০১৫ সালে। এরপর ৭ বছর অতিক্রান্ত হচ্ছে। কিন্তু এখনও তা নবায়ন ও বাস্তবায়ন সম্ভব হয়নি। ডিটেইল এরিয়া প্ল্যান বাস্তবায়নে ভূমিদস্যুদের স্বার্থ বিবেচনা করা হয়। ঢাকা শহরে রয়েছে ৭টি নদী, যা পৃথিবীর কোন শহরে নেই। ঢাকায় ৭টি নদী থাকলেও পানি আনতে হচ্ছে পদ্মা থেকে। এই ৭টি নদীকে সুরক্ষা করে সচল ও সুন্দর ভাবে গড়ে তুলতে পারলে এ শহর হবে দূষণমুক্ত ও স্বাস্থ্যকর নগরী।
বিতর্ক প্রতিযোগিতাটির সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইউসিবি পাবলিক শিরোনামে এই প্রতিযোগিতায় ঢাকা কলেজকে পরাজিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়।