হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ‘আসুন গাছ লাগাই,পরিবেশ বাঁচাই’ জগতপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের চারপাশ হউক সবুজে ঘেরা। এই স্লোগানকে সামনে নিয়ে কুমিল্লা জেলা তিতাস উপজেলার জগতপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি’র জগতপুর ইউনিয়নের সভাপতি মুক্তার হোসেন নাঈম, সাধারণ সম্পাদক মহসীন মুন্সী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক, জাহিদ হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আফজাল পাঠান, বাইজিদ মুন্সি, আরিফুল ইসলাম, রাসেল মুন্সী, পারভেজ প্রমূখ।
আরোও উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উপদেষ্টা গিয়াস উদ্দিন মাষ্টার, সুবাস চন্দ্র সাহা, কামাল মিয়া, শহিদুল্লাহ, হক মিয়া মেম্বার এবং সায়েম সরকার, জসিম সরকার, রুবেল হোসেন, জালাল মুন্সী, নেতৃবৃন্দ।
৪ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার সকাল ১০.০০টায় জগতপুর ইউনিয়ন পরিষদ মাঠে ও জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ-বনজ গাছ রোপন করার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং জানান পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি গ্রামের মসজিদ, মাদ্রাসা, স্কুলের পাশে বিভিন্ন স্থানে ফলজ-বনজ বৃক্ষ রোপণ করা হবে।
তাদের এই বৃক্ষরোপন কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় চেয়ারম্যান মো: মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এ্যাড. সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন এবং কুমিল্লা জেলার আহবায়ক পারভেজ হোসেন বাবু।
তারা বলেন, আসুন আমরা মানবতার কল্যাণে সকলে একসাথে কাজ করি,
যেখানে অন্যায়, অবিচার, সাধারণ মানুষের অধিকার হরণকারী দেখবো, শুনবো, সেখানেই প্রতিবাদ করবো এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকব।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ‘অধিকারের কথা বলে’।