শিহাবুজ্জামান কামাল, লন্ডন, যুক্তরাজ্য থেকে:
একটি বছর পরে যে ঈদ
এলো সবার তরে
মানুষ যে আজ বন্দি হয়ে
থাকছে নিজের ঘরে।
ঈদের বার্তা নিয়ি এলো
কেমন বিষন্নতা
কোরনা ভয় আঁতকে দিলো
গোটা মানবতা।
ঈদের আমেজ এবার যে নেই
ভাবনা শুধু জাগে
খুশির দিনটা ওমন হবে
কেউ ভাবেনি আগে।
ঈদের জামাত হয়নি পড়া
মসজিদেতে গিয়ে
বাইরে যাওয়া হলোনা আর
সঙ্গী সাথী নিয়ে।
ঈদের দিনে তুলেছি হাত
ক্ষমা পাওয়ার তরে
ও দয়াময় তুমি মোদের দাও গো ক্ষমা করে।