মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: বাংলাদেশ থেকে মহামান্য আর্চবিশপ মজেস কস্তা- সি.এস.সি (মেট্রোপলিটন আর্চবিশপ অব চট্টগ্রাম) এর আগমন, তুলুজ শহরে তরুণ ব্যবসায়ী পঙ্কজ গোমেজ এর সৌজন্যে লোভনীয় ও সুদৃশ্য সুবর্ণ জয়ন্তীর বিশেষ কেক, রাজস্থান ভিলা রেস্টুরেন্টে দুপুরে একত্রে মধ্যাহ্নভোজন, অতঃপর বাংলায় খ্রীষ্টযাগ উৎসর্গ।
প্রবাস জীবনের সমস্ত ক্লান্তি ও কষ্টের চাপ কমিয়ে আনতে আপনজনদের সাথে খুনসুটি- এমনই মধুময় ছিল এই দিনটি। বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স “বিসিএ”-এর সুবর্ণজয়ন্তী(১৯৬৭- ২০১৭) কে সামনে রেখে তুলুস শহরে ২৯ সেপ্টেম্বর আয়োজন করেছিল মহোৎসবের। এই অনুষ্ঠান এবং বাংলা খ্রিস্টযাগ কে কেন্দ্র করে তুলুজ শহরে বসবাসরত খ্রিস্টানদের মাঝে আগ্রহের কমতি ছিল না।
সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ভিক্টর শেখ রোজারিওর প্রাণবন্ত উপস্থাপনায় কেক কাটা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি যোসেফ ডি কস্তা এবং বিশেষ অতিথি শ্রদ্ধেয় আর্চবিশপ মজেস কস্তা- সিএসসি।
সুবর্ণ জয়ন্তীর কেক কাটার পূর্বে বাংলাদেশী প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ-ফ্রান্স এর সম্মানিত সেক্রেটারি মার্ক রায় বলেন, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন (বিসিএ) বাংলাদেশি খ্রিস্টানদের স্বার্থসংরক্ষণে বলিষ্ঠভাবে কাজ করে আসছে। এক মুঠো আশা-প্রত্যাশা এবং ভালোবাসা নিয়েই ১৯৬৭ থেকে গুটি গুটি পায়ে এগিয়ে চলা আজকের এই পরিপূর্ণ বাংলাদেশে খ্রিস্টান এসোসিয়েশন (বিসিএ)। এই সংগঠনের সুবর্ণ জয়ন্তী (১৯৬৭- ২০১৭) সামনে রেখে দেশ বিদেশের বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
বাংলাদেশে খ্রিস্টান এসোসিয়েশন (বিসিএ) বর্তমান সভাপতি- নির্মল রোজারিও এবং সচিব- হেমন্ত আই কোড়াইয়া এর নেতৃত্বে বাংলাদেশে” কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন” তেজগাঁও, ঢাকা৫ অক্টোবর-‘১৯ এর সুবর্ণ জয়ন্তীর মূল অনুষ্ঠান টি মঞ্চায়িত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী সহ অন্যান্য ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
তিনি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রাচীন এবং অন্যতম বৃহৎ সংগঠনটি সকল কার্যক্রম আরও বলিষ্ঠ সুন্দর ও সার্থক হবার কামনা করেন। এই অনুষ্ঠানে অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য নিকোলাস পিউরিফিকেশন, সংগঠনের ট্রেজারার শীতাল রোজারিও, সহ-সভাপতি ক্যান্টন কস্তা, সহ সাধারণ সম্পাদক অনুপ হিউবার্ট রোজারিও, প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ ধর্মীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রবার্ট কস্তা সহ অন্যান্যরা।
বিকাল ৪ টায় স্থানীয় গির্জায়-(NOTRE DAME DE TAUR)মহামান্য আর্চবিশপ মজেস কস্তা- সি.এস.সি বাংলা খ্রিস্টযাগ ও বিশেষ প্রার্থনা উৎসর্গ করেন।