মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: বাংলাদেশী খ্রিস্টান (ক্যাথলিক) সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু মান্যবর রেভা: বিশপ ” শরৎ ফ্রান্সিস গমেজ” (সহকারী বিশপ, ঢাকা মহা -ধর্ম প্রদেশ) -এর আগমনে, ফ্রান্স এর সর্ববৃহৎ খ্রিস্টান অধ্যুষিত তুলুজ শহরে বসবাসরত সকল খ্রিস্টানদের মাঝে বিপুল উৎসাহ, উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। এ উপলক্ষে প্রবাসীদের মাঝে এব মিলনমেলা পরিণত হয়।
২১ জানুয়ারি সোমবার স্থানীয় সময় বিকেল ৪ ঘটিকায়,নটর ডেম ডি টাওর (NOTRE DAME DE TAUR) গির্জায়, বাংলা মিশা উৎসর্গের পূর্বে তিনি বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশন, তুলুজ ফ্রান্স কর্তৃক আয়োজিত প্রীতিভোজে যোগ দেন।
সংগঠনের সভাপতি যোসেফ ডি কস্তার মালিকানাধীন রেষ্টুরেন্ট রাজস্থান ভিলায় অনুষ্ঠিত এই বিশেষ প্রীতিভোজে সংগঠনের সদস্য ছাড়াও স্থানীয় সম্মানীত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুপুরে খাবারের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি যোসেফ ডি কস্তা-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মান্যবর রেভা: বিশপ ” শরৎ ফ্রান্সিস গমেজ ” (সহকারী বিশপ, ঢাকা মহা – ধর্ম প্রদেশ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের অগ্রজ লিওনার্ড কোড়াইয়া, স্পেন থেকে আগত দিপক রোজারিও।
সংক্ষিপ্ত আলোচনা সভায় মান্যবর রেভা: বিশপ “শরৎ ফ্রান্সিস গমেজ” মহাদয়কে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মার্ক রায় সংগঠনের পক্ষে ভালোবাসা ও শুভেচ্ছামূলক উপহার হস্তান্তর করেন। ক্যান্টন এইচ কস্তা ও তার পরিবার থেকেও তাকে ভালোবাসা ও শুভেচ্ছামূলক উপহার হস্তান্তর করা হয়। তুষার সি কস্তার সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মার্ক রায়, উপদেষ্টা জেরম্ বুলবুল গমেজ, ক্যান্টন কস্তা, পংকজ কস্তা, নিকোলাস পিউরীফিকেশন সহ অন্যরা।
বক্তারা মান্যবর রেভা: বিশপকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন এবং সকলের মঙ্গল ও ভ্রাতৃত্ব বন্ধনকে আরো দৃঢ় করার জন্য এই ধরনের আয়োজন ও অনুষ্ঠানের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর রেভা: বিশপ স্থানীয় চার্চে তুলুজ শহরে বসবাসরত সকল খ্রিস্টানদের উদ্দেশ্যে বাংলা খ্রীষ্টযাগ উৎসর্গ করেন।
শেষে মান্যবর রেভা: বিশপ কে মানপত্র প্রদান এবং বয়োজেষ্ঠদের মধ্যে নিপু জেরম গমেজ ও যোসেফ ডি কস্তা এর শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বাংলা খ্রীষ্টযাগ এর সমাপ্তি ঘোষনা করা হয়।