মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: শিল্প- সাহিত্য, ভাষা ও সংস্কৃতির দেশ ফ্রান্স। ফ্রান্সের অন্যতম বৃহৎ এবং বাঙালি অধ্যুষিত পিংক সিটি খ্যাত শহর তুলুজে ২৪ মে, রবিবার অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ভাষা মেলা।
শহরের প্রাণকেন্দ্র ক্যাপিটাল প্লাসে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে কালচার এসোসিয়েশন-CARREFOUR CULTUREL ARNAUD-BERNARD। ২৭তম এই আন্তর্জাতিক ভাষা মেলায় ১৩০ টির অধিক দেশ অংশগ্রহণ করে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল দশটায় স্থানীয় কর্তৃপক্ষ এবং আয়োজক কমিটি আন্তর্জাতিক ভাষা মেলার উদ্বোধন ঘোষণা করেন। নিয়মতান্ত্রিকভাবে মেলায় অসংখ্য স্টলের মাঝে আয়োজক কমিটি বাংলাদেশের জন্য একটি স্টল বরাদ্দ করেন। বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশন এর সম্মানিত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে , সহ-সভাপতি- যোসেফ ডি কস্তা, কোষাধক্ষ্য-তাজিম উদ্দিন খোকন, শাকিল চৌধুরী এবং রেমন্ড কস্তা এর সহযোগিতায় নির্ধারিত স্টলটি লাল সবুজের রঙে রঙিন করা হয়। প্রিয় বাংলাদেশের মানচিত্র, রক্তে ভেজা বাংলা ভাষার ইতিহাস, দৃষ্টিনন্দন শহীদ মিনার, বাংলার ঐতিহ্যবাহী পোশাক, হরেক রকম রঙিন বর্ণমালা ইত্যাদি ভালোবাসার নিদর্শনগুলি উপস্থিত সকল মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করেছে।
স্থানীয় বাঙ্গালিদের ভালোবাসা, আতিথিয়তা এবং বন্ধুত্বের টানে তুলুজ মেট্রোপলিটনের ভাইস মেয়র জিলানী বাংলাদেশী স্থলে এলে, একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদেশে বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষার ফেরিওয়ালা বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আয়েবা এর সহ-সভাপতি ফখরুল আকম সেলিম এর উপস্থাপনায় ভাইস মেয়র বাংলাদেশি মানুষের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন নতুন প্রজন্মকে তাদের শিকড়ের কথা মনে করিয়ে দিতে এবং মনে রাখতে স্থানীয় বাঙালিরা যা করছে তা সত্যিই অসাধারণ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা-ফারুক হোসেন, শাহিন খান, সহ সভাপতি- যোসেফ ডি কস্তা, সাধারণ সম্পাদক এবং কবি- জাহাঙ্গীর হোসেন, কোষাধক্ষ্য- তাজিম উদ্দিন খোকন, স্থানীয় গণমাধ্যম কর্মী হোসেন মিশুক, মার্ক রায়, সংগঠনের অন্যতম জনপ্রিয় সদস্য রুবেল দেওয়ান, সমাজকল্যাণ সম্পাদক- শ্রীবাস দেবনাথ, প্রচার সম্পাদক- আমিনুর রহমান, হিলারি মিনস, বাংলাদেশি প্রবাসী খ্রিস্টান এসোসিয়েশনের প্রচার সম্পাদক পঙ্কজ গমেজ, সঙ্গীত শিল্পী মনির হোসেন, শাকিল চৌধুরি, হাসিব, কলিন্স সহ অন্যান্যরা। শেষে সভাপতি আজকের এই মহতি উদ্যোগে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আন্তর্জাতিক ভাষা মেলার প্রধান সমন্বয়কারী ডেবিট বরুলেন জানান এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। তারা এই মেলার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা এবং ইতিহাস মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে যা সত্যিই প্রশংসার দাবিদার।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিকাল ৪ টা ৪০মিনিটে মেলার মূলমঞ্চে বাংলাদেশি নৃত্য পরিবেশিত হয়। ইভা গ্লোরিয়া রোজারিও এর নেতৃত্বে নৃত্য অনুষ্ঠান অংশগ্রহণ করেন প্রেয়সী, প্রমিতা, তোরোশী, বিভা, শোভ, ইভাঞ্জেলিন।