নিরব আহমেদ, গ্রীস থেকে: তুরস্ক থেকে রবিবার ভোরে গ্রীসে প্রবেশকালে সামোস দ্বীপের নিকটবর্তী অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ভাঙ্গণে এক শিশু মারা গেছে এবং ছয় জন নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
গণমাধ্যম অনুসারে, গ্রীসের কোস্টগার্ডরা দ্বীপের পূর্ব দিকে কেপ প্রাসোর সমুদ্র অঞ্চল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে।
নৌকার উদ্ধার হওয়া যাত্রীদের সামোস বন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। অপ্রাপ্ত বয়স্ক ছেলের লাশটি দ্বীপের জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জীবিতদের সাক্ষ্য মতে, নৌকাতে ২৪ জন যাত্রী ছিল এবং তাদের মধ্যে ছয়জন এখন পর্যন্ত নিখোঁজ। নিখোঁজদের মধ্যে দু’জন গর্ভবতী মহিলা এবং দুই শিশু রয়েছে বলে জানা যায়।