ক ম জামাল উদ্দীন, খামিস মোশায়েত, সৌদিআরব প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন মোতাবেক মিশনের সেবা কাযক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছানোর উদ্দেশ্যে এবং মন্ত্রী পরিষদ বিভাগের নির্দশেনার আলোকে প্রবাসীদেরেকে সরাসরি সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে সৌদির তায়েফস্থ বোখারিয়া এলাকায় সারা খাইয়াত রোডস্থ বোরাত সিরাজ উদ্দীন এস্তেরাহা, আাফগানী ক্লাব প্রাঙ্গনে তায়েফ অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিগণের সাথে মান্যবর কনসাল জেনারেল কর্তৃক ৭ সেপ্টম্বর শুক্রবার সকাল ৮ ঘটিকায় গণশুনানী এবং একই স্থানে রাত ৯ ঘটিকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
গণশুনানীতে মান্যবর কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দীন সরাসরি প্রবাসীদের কথা শোনেন এবং উত্থাপিত সমস্যা সমাধান তাৎক্ষনিকভাবে প্রদান করেন । মতবিনিময় সভায় মান্যবর কনসাল জেনারেল তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদেরকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহণ, অর্জিত অর্থ বৈধ পথে দেশে প্রেরণ, বাংলাদেশ বিমানে ভ্রমন, সঞ্চিত অর্থ দিয়ে ওয়েজ আর্নার্স বন্ড ক্রয় করে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হবার জন্য উদাত্ত আহবান জানান ।
তাছাড়া উভয় দিন সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলৃ জেদ্দা ও বিডি ডক্টরস্ তায়েফ কে.এস.এ. এর যৌথ উদ্যোগে তায়েফে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
সেবা ডাক্তারগনের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সোলায়মান, ডা. কামরুল, ডা.ফারুক ডা. হাফিজ, ডা. কামরুজ্জমান, ডা. জাহাঙ্গীর ও ডা. নাজমুল প্রমুখ।
উল্লিখিত সকল কর্মসূচীতে কনস্যুলেট কর্মকর্তা/ কর্মচারী, মিডিয়া প্রতিনিধি এবং তায়েফ অঞ্চলে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন।