খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঘোষিত রায়কে প্রত্যাখ্যান করে সৌদিআরব মক্কা প্রবাসী কক্সবাজার জেলা বিএনপি কর্তৃক ১২ অক্টোবর বৃহস্পতিবার নগরীর দাহালা একটি কমিনিউটি সেন্টারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রবাসী কক্সবাজার জেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি সামশুল আলম আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মিল্কীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক কাসেম মোহাম্মদ হারুন। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সভাপতি খন্দকার এমএ হেলাল সিআইপি। বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপি সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, যুগ্ম-সম্পাদক জুনাইদুর রহমন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, মক্কা প্রাদেশিক শ্রমিক দলের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম রিটু, মক্কা প্রাদেশিক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক রুহুল আমিন।
বক্তব্য রাখেন প্রবাসী কক্সবাজার জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দুল হক, সহ-সভাপতি ফরিদ আহমদ, সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সভাপতি খন্দকার দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক ফরিদুল আলম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলাল উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, জামাল হোসেন, আব্দুস সাত্তার, আবদুল মালেক, জাহেদ হোসেন, মোহাম্মদ ইয়াহিয়া, আবুল বশর, আবদুল আজিজ, মোহাম্মদ জামসেদ, সালাহ উদ্দিন ও নুরুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত, এই রায় পূর্ব পরিকল্পিত। পছন্দ মতো রায় দিতে অনির্বাচিত ও অনৈতিক সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিচার বিভাগকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যে নির্বাচনকে সামনে রেখে জিয়া পরিবার ও বিএনপিকে বিতর্কিত ও ধ্বংস করতে মিথ্যা মামলা ও ফরমায়েশী রায় দেয়া হচ্ছে।
বক্তরা আরো বলেন, দেশনেত্রী মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে জনগণের মধ্যে ফিরিয়ে আনব, দেশে গনতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে এবং তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে যাবেন। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেশ-বিদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।