খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়কে প্রত্যাখ্যান করে প্রতিবাদ কর্মসূিচ পালন করেছ মধ্যপ্রাচ্য বিএনপি। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায়ে বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদিআরব মক্কা প্রাদেশিক বিএনপি ১১-অক্টোবর নগরীর কাকিয়া একটি কমিনিউটি সেন্টারে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে রাজনীতি থেকে দুরে রাখতে এটা ক্ষমতাসীনদের ষড়যন্ত্র।
মক্কা প্রাদেশিক বিএনপি’র সভাপতি খন্দকার এমএ হেলাল উদ্দিন সিআইপি’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাহাবউদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী। এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন মক্কা প্রাদেশিক বিএনপি সিনিয়র সহ-সভাপতি জহির আহমদ, সহ-সভাপতি যথাক্রমে: হামিদুল হক, জাহাঙ্গীর আলম চৌধুরী, আব্দু-শুক্কুর, দেলোয়ার হোসেন হেলালী, খন্দকার দেলোয়ার হোসেন, হানিফ মোড়ল, দেলোয়ার হোসেন মিল্কী, মুহাম্মদ সম্রাট, শফিউল কাদের, মক্কা প্রাদেশিক শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম লিটু, মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি মইনুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক শহিদ আহমদ সিকদার, মক্কা প্রাদেশিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোবারেক হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহ আলম, মৌলানা মুহাম্মদ ফরিদ, সইদুল হক, বেলাল উদ্দিন, আমান উল্লাহ, নুরুল হক, আমিন তালুকদার, বারেক খান, মোহাম্মদ মাসুদ, কামাল খান, নুরুল আমিন, রহমত উল্লাহ, জুয়েল রানা, ওসমান গনি ও সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।
এ সময় বক্তারা এ রায়কে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাঁকে রাজনীতি থেকে দুরে রাখতে এটা ক্ষমতাসীনদের ষড়যন্ত্র বলে মনে করেন মক্কা প্রাদেশিক বিএনপি‘র নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আরো বলেন, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নেত্রীর নিঃর্শতে মুক্তির চেয়ে, অবাধ,সুস্থ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।