প্রবাস মেলা ডেস্ক: আকিজ গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ উৎপাদন ও রপ্তানীমুখী শিল্প পরিবার। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে শিল্প গ্রুপটি সিমেন্ট, সিরামিকস, পার্টিকেল বোর্ড, খাদ্য পণ্য, ওভেন ফেব্রিকসসহ বিভিন্ন ধরনের গুণগতমানের পণ্য উৎপাদন করে আসছে। যা দেশে ও বিদেশে ব্যাপক মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

আকিজ গ্রুপের ব্যবসার বড় অংশ আসতো তামাক জাত পণ্য ঢাকা ট্যোবাকো থেকে। গতবছর আগস্টে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগে আকিজ গ্রুপের তামাক ব্যবসা জাপান টোব্যাকো (জেটি) গ্রুপ এর কাছে বিক্রি করে দিয়েছে। সম্প্রতি তামাক ব্যবসা বিক্রির টাকা দিয়ে নতুন ব্যবসা সম্প্রসারণ করছে আকিজ গ্রুপ।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যার শেখ নাসির উদ্দিন জানান, বর্তমানে ময়মনসিংহের ত্রিশালে গড়ে তুলছে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। যেখানে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় পার্টিকেল বোর্ড কারখানা। যাতে দৈনিক এক হাজার কিউবিক উৎপাদন সম্পন্ন পার্টিকেল বোর্ড কারখানা রয়েছে।
এছাড়া দেশের বাইরে মালয়েশিয়ার দুটি প্রতিষ্ঠান ক্রয়ের মাধ্যমে ত্রিশটি দেশে নতুন করে রপ্তানি শুরু করেছে আকিজ গ্রুপ। ৭ কোটি ৭০ লাখ ডলার বা সাড়ে ছয় শ কোটি টাকা মূল্যে মালয়েশিয়ায় দুটি ফাইবার বোর্ড প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিনেছে দেশের অন্যতম এই বৃহৎ প্রতিষ্ঠানটি। যেখান থেকে উৎপাদিত পণ্য সরাসরি ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের মোট ৩০ টি দেশে রপ্তানি করা হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।