মোহাম্মদ ফিরোজ, চট্টগ্রাম প্রতিনিধি: আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রজন্মের আলোকিত ভবিষ্যৎ এই শিশুদের নেতৃত্বে গড়ে উঠবে। শিক্ষা ও প্রযুক্তিতে শিশুদের আলোকিত জাতির সম্পদে পরিণত করতে হবে। তাদের নেতৃত্বে আজকের বাংলাদেশ সমৃদ্ধির পথ ধরে এগিয়ে যাবে। তাই তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
পল্লীকবি জসিম উদ্দিন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ পরীক্ষা বোর্ড এর সনদ পুরষ্কার ও স্মরণিকা প্রদান অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রামের শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পল্লীকবি জসিম উদ্দিন স্মৃতি গোল্ড মেডেল স্কলার্শিপ পরীক্ষা বোর্ড এর উদ্যোগে ২০ সেপ্টেম্বর দিনব্যাপী অনুষ্ঠানমালা নগরীর সদরঘাটস্থ পলাশী পার্ক হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্ব সকাল ১০ টায় বঙ্গবন্ধু একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহকারী জজ মনজুর মাহমুদ খান। প্রধান বক্তা ছিলেন শচীন্দ্র শিকদার সুখপ্রভা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী টি কে শিকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, বৃহত্তর চট্টগ্রাম প্রাথমিক দন্ত চিকিৎসক পরিষদের সভাপতি ডা.জামাল উদ্দিন, নবজাগরণ পরিষদের সভাপতি ডা.সুভাষ চন্দ্র সেন,সিটিজি পোস্ট ডটকম এর সম্পাদক স.ম জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি সালাউদ্দিন লিটন, মোরা পত্রলেখক সমাজের সভাপতি কবি সজল দাশ।
শিক্ষিকা রঞ্জনা পাল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, কবি আসিফ ইকবাল, কুতুব উদ্দিন রাজু, নুরুন্নেছা বেগম মুক্তা, সুমিতা তালুকদার, মাসুদুর রহমান, রাজিব চক্রবর্তী, রুমা বড়–য়া, রিকি চক্রবর্তী, পূর্ণিমা রানী সাহা, আমেনা বেগম, পূর্ণিমা চক্রবর্তী, মোজাম্মেল হক। স্কলার্শিপ বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ রতন দাস গুপ্তের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজয় ৭১’র সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব একই স্থানে বিকাল৩টায় সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের এর সভাপতিত্বে ও আশীষ কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র মো: মাহবুবুল আলম খোকা। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ, সাহিত্যিক বরুণ কুমার আচার্য, সাহিত্যিক মাসুম আহমেদ রানা, নাট্যজন সংগঠক সজল চৌধুরী, কবি শবনম ফেরদৌসী ও অনামিকা বড়–য়া।
সভায় বক্তারা বলেন, বিশ্ব এখন জ্ঞান-বিজ্ঞানের মধ্য দিয়ে ও প্রযুক্তির উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার অগ্রযাত্রায় মূল আঁধার হয়ে কাজ করবে তরুণ প্রজন্মরা। তরুণ প্রজন্মদের যত বেশি শিক্ষা প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতায় গড়ে তোলা সম্ভব হবে ততবেশি দেশ ও জাতির সমৃদ্ধ হবে। এই অনুষ্ঠানে সংগঠনের উদ্যোগে আয়োাজিত পল্লীকবি জসিম উদ্দিন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ পরীক্ষা বোর্ড ২০১৮ এর অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন গ্রেডে পুরস্কার বিতরণ করা হয়।
আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জে বি এস আনন্দবোধি ভিক্ষু’র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের স্বাগত বক্তব্য রাখেন স্কলার্শিপ বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ রতন দাস গুপ্ত। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত গীতা পাঠ ত্রিপিটক পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।