হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র আরোগ্য কামনায় ২৪ অক্টোবর ২০২০, শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পূর্ব সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি হানিফ খোকনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইনসুর আলীর পরিচালনায় আওয়ামীলীগ নেতা এম এ করিম বক্তব্য রাখেন। তারপর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি সহ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত অন্যান্য নেতৃবৃন্দের আরোগ্য কামনায় দোয়া করা হয়।