শেখ এহছানুল হক খোকন, ঢাকা থেকে: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মামুন শেখ। প্রধান অতিথি হিসেবে ছিলেন, মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক শাবান মাহমুদ, প্রেস মিনিস্টার বাংলাদেশ দূতাবাস দিল্লি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সার্বজনীন নেতা সাংবাদিকদের আস্থার ঠিকানা, নির্যাতিত সাংবাদিকদের বলিষ্ঠ কণ্ঠস্বর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সংগ্রামী সাধারণ সম্পাদক মিষ্টভাষী সকলের প্রিয় ভাজন নির্যাতিত সাংবাদিকদের বলিষ্ঠ কণ্ঠস্বর সাজ্জাদ আলম খান তপু। আরো উপস্থিত ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব সাংবাদিকদের পরিচিত প্রিয় মুখ ওমর ফারুক, কালের কণ্ঠ সিনিয়র রিপোর্টার এবং সর্বজন স্বীকৃত প্রিয় ভাই লায়েকুজ্জামান লায়েক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, সর্বজন স্বীকৃত এ জিহাদুর রহমান জিহাদ সহ অনেকে।
এছাড়া সে সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাংবাদিকদের ভালোবাসার খায়রুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক প্রিয়ভাজন আসাদুজ্জামান আসাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য দুলাল খান, ঢাকাস্থ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাসরীন গীতি, আলম হোসেন সভাপতি ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল আলম পিলু, শেখ এহছানুল হক খোকন সহ আরো অনেকেই।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কচি ও শিমুল খানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বিভিন্ন দিবসকে গুরুত্ব দিয়ে বলেন স্বাধীনতার ইতিহাস ও দেশের উন্নয়ন সহ বিশ্বনেতারা বাংলাদেশকে আজ মডেল হিসেবে অনুসরন করে উল্লেখ্য করে বলেন, পাকিস্তানের পেতাত্মারা আজও সোচ্চার তাদের থেকে দেশকে বাচিয়ে রাখতে বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত করার বিকল্প নেই। প্রধান বক্তা সাবান মাহমুদ সংগঠনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরাম বাংলাদেশ, বঙ্গবন্ধু ও দেশের বিশেষ দিবসকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাবে পাশাপাশি সকল অপশক্তিকে রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করবে সে আশাবাদ ব্যক্ত করেন।
দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেন এইচডি রুবেল, বাউল নয়ন মন্ডল, আধুনিক শিল্পী ও ব্যান্ডশিল্পী রবিন ভাই, শিল্পী এস এম সোহেল, মিষ্টি মনা, শিল্পী মুক্তা, শিল্পী আদি সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সাংবাদিক নেতা দুলাল খানের মেয়ে মিতিন খান ও রফিকুল ইসলাম কচির ছোট মেয়ে রাইসা ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাংবাদিক বন্ধুরা উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।