জেনিফা জামান:
নীলসাগরে যাচ্ছি চড়ে
ঢাকা টু মির্জাপুর,
শহর ছেড়ে যাচ্ছে ট্রেন
ঝকঝকিয়ে বহুদুর।।
ট্রেন চলেছে গড়গড়িয়ে
সাথে নিয়ে বৃষ্টির সুর,
মেঠো পথে যাচ্ছে ট্রেন
ঝনঝনিয়ে বহুদুর।।
নদীর তীরে কাশের বন
দিচ্ছে বিদায় দুলে দুলে,
হাওয়ায় হাওয়ায় সরে সরে
বিদায় নিচ্ছে জংলী ফুলে।।
মিষ্টি কোকিল উড়ে উড়ে
যাচ্ছে আমায় গান শুনিয়ে,
উদাস হয়ে গানের সুরে
দিচ্ছি আমি হাত বাড়িয়ে।।
গ্রামের পর গ্রাম ছাড়িয়ে,
গাছ গাছালি সব এড়িয়ে,
মেঘ ডেকে যায় গড়গড়িয়ে
ট্রেনের সাথে তাল মিলিয়ে।।
মেঘ বৃষ্টির ঐকতানে
মন ভীড়ায়ে দুরের টানে,
সুরে সুরে দিচ্ছি সুর,
যাচ্ছে আমি মির্জাপুর।।
নীলসাগর ঢাকা থেকে টাংগাইল যাবার
ট্রেন, টাংগাইলের আগের ষ্টেশন মির্জাপুর।।