রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ঢাকার হাতিরঝিলে সম্প্রতি হয়ে গেলো ঢাকা হাফ ম্যারাথন ২০২০ দৌড় প্রতিযোগিতা। টানা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো দেশের অন্যতম সিগন্যাচার রানিং ইভেন্ট। দেশি-বিদেশি দুই হাজারের অধিক এথলেটিক অংশগ্রহণ করেছিলেন এই প্রতিযোগিতায়। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত সহ ১৮টি দেশের ৪৮ জন বিদেশি দৌড়বিদও অংশগ্রহণ করেন এই ম্যারাথনে। এর আয়োজক ছিলো রান লর্ডস ও কমিউনিটি পার্টনার ছিলো বিডি রানার্স।

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার অনেক আনন্দ আর হৈ-হুল্লোড় এর মধ্য দিয়ে ঢাকার জনপ্রিয় স্থান হাতিরঝিলে পাড় পরিক্রমণ এর মধ্য দিয়ে এই দৌড়ের সমাপনী হয়। দুটি ক্যাটেগরিতে এই ম্যারাথন দৌড়ের আয়োজন ছিলো। ৭.৫ কিলোমিটার (মিনি ম্যারাথন) এবং ২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন) ক্যাটেগরিতে মোট ২ হাজার দৌড়বিদ ও এ্যাথলেট অংশগ্রহণ করেন।
এই আয়োজনকে সামনে রেখে ভোর হতে না হতেই হাতিরঝিল উৎসবের রূপ নেয়। সবার মনে প্রাণে ছিল হাসি-খুশি আর আনন্দ। নানা শ্রেণি-পেশার মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থেকে উপভোগ করেন এই আয়োজন এবং করতালির মাধ্যমে উৎসাহিত করেন সকল দৌড়বিদদের। এবারের দৌড়ে অংশ নেয় বিশ্বব্যাপী আলোচিত ও বিখ্যাত ফেইসবুক গ্রুপ এসএসসি-০২ ও এইচএসসি-০৪ এর দৌড়বিদ এবং ম্যারাথন এর এডমিন হাবিবুর রহমান, মেম্বার মনিরুল আলম সাজু, সঞ্জীব মৈতু, জিয়াউর রহমান, তুহিন রায়হান, মারুফ, ডাক্তার মুনমুন ও রত্নাসহ আরো অনেকে।

দৌড়বিদ সাজু জানান, পেটে যেমন খাবার দরকার সুস্থ থাকার জন্য ঠিক খেলাধুলা ও ভ্রমন করা শরীরের জন্য খুব জরুরি। সুস্থ থাকা ও সুস্বাস্থ্য বজায় রাখার জন্য খেলাধুলার বিকল্প কিছু নেই। টাকা নিয়ে ডাক্তারের এর পিছনে না ছুটে সবাই যদি ফ্রি সময়ে ব্যায়াম, খেলাধুলা, ও ভ্রমণে থাকি তবে তার বিনিময়ে পাব আমরা সুস্থতা। কর্মব্যস্ততায় পরিপূর্ণ এই জীবনে হেলদি ও একটিভ লাইফ স্টাইলের কোন বিকল্প নেই বলেও তিনি জানান