কামাল পারভেজ অভি, বিশেষ প্রতিনিধি: ঢাকার গুলশানে গাড়ি চাপা পড়ে মোহাম্মদ সোলায়মান ( ৪৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোলায়মান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের রুস্তম খাঁ চৌধুরী বাড়ীর মরহুম কবির আহমদের ছেলে।তিনি ৩ সন্তানের জনক।
জানা যায়, ২৬ অক্টোবর ২০২০, সোমবার ঢাকার গুলশান-২ নতুন বাজার এলাকায় গাড়ী চাপায় প্রান হারান তিনি।
এদিকে গুলশান থানার এসআই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮ টায় নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯ অক্টোবর ২০২০ নিহতের ভাতিজী খায়রুন নেছা আগুনে পুড়ে গেলে আশংকাজনকভ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সে ভাতিজির সেবার জন্য ঢাকায় সাথে ছিলেন নিহত এই সোলেমান।
এদিকে তার মৃত্যুর সংবাদ নিজ এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারীতে এক হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়। নিহতের মরদেহ নিজ বাড়ী ফটিকছড়িতে নিয়ে আসার পক্রিয়া চলছে।