প্রবাস মেলা ডেস্ক: ২৪ সেপ্টেম্বর ২০১৮ সোমবার দেশের বিশিষ্ট আইনজীবী আব্দুর নূর দুলালের সাথে তার চেম্বারে সৌজন্য সাক্ষাত করেন আমেরিকার লাস ভেগাস প্রবাসী, বিশিষ্ট কলামিস্ট সিকদার গিয়াসউদ্দিন।
এসময় কানেক্ট বাংলাদেশ (Connect Bangladesh) এর বাংলাদেশ সমন্বয়ক আব্দুর নূর দুলাল কেন্দ্রীয় সমন্বয়ক সিকদার গিয়াসউদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারা কানেক্ট বাংলাদেশের আসন্ন রোম সম্মেলন নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, প্রবাসের প্রিয়মুখ সিকদার গিয়াসউদ্দিন কানেক্ট বাংলাদেশ ছাড়াও কমিটি ফর ডেমোক্রেসী ইন বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযুদ্ধ চেতনা পরিষদ যুক্তরাষ্ট্রের সাবেক সদস্য সচিব, কর্ণেল তাহের স্মৃতি সংসদ, যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিষ্ঠাতা আহ্ববায়ক, কক্সবাজার মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ।