প্রবাস মেলা ডেস্ক: আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ এর ব্যানারে ৩১ আগস্ট শনিবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর বেইলি রোডের আইভি রহমান মিলনায়তনে বইয়ের মোড়ক উন্মোচন, কবিজন ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়।
কুয়েত প্রবাসী কবি -সাহিত্যিক-সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমী আন্তর্জাতিক প্রবাসী কবি পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি। প্রবাসে থেকেও বাংলা সাহিত্য নিয়ে কাজ করছেন এই কবি। বাংলা সাহিত্য পৌছে যাক বহিঃর্বিশ্বের দোরগোড়ায়, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছে বিশ্বের বাঙ্গালিদের দোরগোড়ায়।
অনুষ্ঠানে নাসরিন আক্তার মৌসুমীর দুটি বই ‘স্বপ্নের সাতকাহন’ এবং ‘পিদিম’ এর
মোড়ক উন্মোচন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জনাব আসাদুজ্জামান নূর এমপি। এতে কবি সম্মাননা পান স্বপ্নের সাতকাহন সকল কবিগণ এবং গুণীজন সম্মাননা পান ১) কথা সাহিত্যিক সেলিনা হোসেন ২) নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর ৩) সংবাদ পাঠিকা-মুমতাহিনা রিতু ৪) রত্মগর্ভা মা-মেহেরুন ইসলাম শ ৫) কুয়েত থেকে কবি সংগঠক প্রকাশক সেলিম রেজা ৬) পিদিম বইয়ের বিশেষ সম্মননা-শাহানূর রহমান ঝর্ণা ৭) কবি সম্মাননা পান জনাব টিপু রহমান ৮) বাচিকশিল্পী মুজাহিদুল ইসলাম শিববীর।
কবি-সাহিত্যিক দর্শকদের আগমনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।