প্রবাস মেলা ডেস্ক: ২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার অনাবিল সন্ধ্যায় ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে গেট টুগেদার, চা চক্র ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। এ মহতি অনুষ্ঠানের আয়োজক ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মী ডা. আহমেদ পারভেজ জাবীন এবং বাংলাদেশ জাসদ। মানবাধিকারকর্মী ডা. আহমেদ পারভেজ জাবীন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। পশ্চিমবাংলা কোলকাতা থেকে আগত লোকসঙ্গীতশিল্পী রিতা চক্রবর্তী ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক গোপা মুখার্জীকে সংবর্ধনা দেওয়া ছিলো অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে তারাও শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শিল্পীরা সঙ্গীত পরিবেশন করন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশ জাসদ এর কেন্দ্রিয় সদস্য নাসিরুল হক নওয়াব, বাংলাদেশ জাসদ এর কেন্দ্রিয় সদস্য মো: খালেদ, গণজাগরণ মঞ্চের এক্টিভিস্ট আকরামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমেদ, এ.ডি.এম আলাউদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল এর সাধারণ সম্পাদক গৌতম শীল, চ্যানেল ২৪ এর প্রডিউসার মেহেদী হাসান, আইটি প্রফেশনাল শরীফ মুহম্মদ মাসুদ, কবি লিলি শেঠ, বঙ্গবন্ধু পরিষদ উত্তরা শাখার প্রকাশনা সম্পাদক কবিতা ইসলাম ইরিত্রা, প্রকৌশলী সুরাইয়া খানম, সেলিম হোসেন, ডা. জয়িতা মাহিদ, মঞ্চশিল্পী কান্তা জামান, আনন্দমের সংগঠক আজাদ, ফ্রিল্যান্সার গোলাম রাব্বানী, ফাতেমা আক্তার সুহি, বাংলাদেশ-ভারত-পাকিস্তান পিপলস ফোরাম এর ভাইস প্রেসিডেন্ট মোতালেব হোসেন মিন্টু, মননশীল পাঠক ও শিক্ষানুরাগী মহিউদ্দিন অপু।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শহিদুল ইসলাম ও ইসমত আদিবাহ। কিবোর্ডে ডালিম কুমার বড়ুয়া, পেডে তামজিদ হোসেন, বাঁশিতে ছিলেন মিঠুন বৈরাগী।