প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশে ২৮ অক্টোবর রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। সোমবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।
ব্রিফিংয়ে মিলারকে ঢাকার রাজনৈতিক সহিংসতা ও বিরোধী নেতাকর্মীদের আটকের বিষয়ে অবহিত করেন বাংলাদেশি সাংবাদিক। যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে, সহিংসতার বিরুদ্ধে অবস্থানের কথা জানান মিলার। স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব পক্ষের দায়িত্বের ওপর গুরুত্ব দেন তিনি।
মিলার বলেন, পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক কর্মী, সাংবাদিকসহ হতাহতের ঘটনা, হাসপাতাল ও বাসে আগুন, সংবাদকর্মীসহ সাধারণ মানুষের সাথে সহিংসতা অগ্রহণযোগ্য। ২৮ অক্টোবরের ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভোটার, রাজনৈতিক দলগুলো, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম সব পক্ষের দায়িত্ব রয়েছে। কূটনীতিকরা নানা পক্ষের সাথেই আলোচনা করেন। এটা তাদের দায়িত্বের অংশ।
ব্রিফিংয়ে বিরোধী দলের সাথে বৈঠকের জন্য ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে সমালোচনা ও তাদের ওপর নজরদারি চলছে বলে জানান বাংলাদেশি সাংবাদিক। উত্তরে মিলার বলেন, দায়িত্বের প্রয়োজনে সব পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাবেন মার্কিন কূটনীতিকরা।