মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান ড. মো: নজরুল ইসলাম বাহরাইনের রাষ্ট্রদূত হওয়ায় রিয়াদ আল খারজ আওয়ামী পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আল খারজ আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মুসলেহ উদ্দিন মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দুতাবাস রিয়াদের শ্রম কল্যাণ কাউন্সিলর মো: মেহেদী হাসান, ঢা.বি এলামনাই এসোসিয়েশন রিয়াদের সাধারণ সম্পাদক শাহজাহান চঞ্চল, ট্রেজারার মাহবুবুর রহমান, আল খারজ আওয়ামী লীগের সভাপতি সাইদ আলম শুভ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন সেলিম।যুবলীগ সেক্রেটারি বাছির মিয়া বেপারী,বাচ্চু বাশীর ও হাজি আবু রব।
অনুষ্ঠানে আল খারজ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধিত অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে। সরকারি চাকুরী শেষ করে বিদেশের নাগরিকত্ব নিয়ে দেশ ছাড়বো না। বাংলাদেশে থেকে দেশের মানুষের জন্য কাজ করে যাবো।