কোপেনহেগেন, ডেনমার্ক থেকে: যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ৭ মার্চ, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০:০০ ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মোনাজাত ও আলোচনা সভার মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ উৎযাপন করা হয়।
বক্তারা বলেন, ৭ মার্চের ভাষণের আগেই বাঙালী জাতির আকাংখা ছিল একটি স্বাধীন জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে মাথা তুলে দাঁড়াবার।আর এই আশা-বাসনা নিয়ে অপেক্ষা করতে হয়ে ছিল বহুবছর। ৭ মার্চের তপ্ত দুপুরে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ২০মিনিটের এই ভাষণ ছিল অলিখিত এক কবিতা। এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লক্ষ জনতার উদ্দেশ্যে স্পষ্টভাবে মুক্তিকামী জনতাকে পাকিস্তানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের রুপরেখা দিয়ে ছিলেন।
বক্তারা আরও বলেন, এই ভাষণের মাধ্যমে বাঙালী জাতি খুঁজে পেয়েছে নিজেদের আত্ন পরিচয়। তাই ৭ মার্চের বঙ্গবন্ধু ভাষণ আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে। এজন্য এই ভাষণটিকে প্রামাণ্য দলিল হিসাবে “ মেমোরি অব দ্য ওয়াল্ডের” আন্তর্জাতিক তালিকায় যুক্ত করেছে ইউনেস্কো।

ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোস্তফা মজুমদার বাচ্চুর সভাপত্বিতে ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সর্বপ্রথমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর ভালোবাসায়, বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে দোয়া মোনাজাত ও শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তৃতা করেন উপদেষ্টা: বাবু সুভাষ ঘোষ, হাসনাত রুবেল, জাহিদুল ইসলাম কামরুল, সহ-সভাপতি খোকন মজুমদার, নাসির উদ্দিন সরকার, মোহাম্মদ ইসমাইল, যুগ্ম সাধারন সম্পাদকঃ নাঈম উদ্দিন , নুরুল ইসলাম, বোরহান উদ্দিন, বেলাল হোসেন রুমী, সাংগঠনিক সস্পাদক ; সরদার সাইদুর রহমান সরদার,শামীম খালাসী ,মোহাম্মদ সেলিম, সারিং সেলিম,মোহাম্মদ সোহাগ । উপস্হিত ছিলেন কার্ষকারী কমিটির – অর্থ সস্পাদক : মোহাম্মদ সফিকুল ইসলাম খোকন। দপ্তর সস্পাদক: জাহিদুল ইসলাম মামুন সংস্কৃতিক সস্পাদক : ইব্রাহীম তুহীন খাঁন,বানিজ্য সস্পাদক : জিল্লুর রহমান যুব ও স্পোর্ট সস্পাদক : আনোয়ার হোসেন পলাশ প্রচার ও প্রকাশনা সস্পাদক: শিপন মোহাম্মাদ , ধর্ম সস্পাদক : সাইফুল ইসলাম সাইফ, তত্ত্বও গবেষণা সস্পাদক : শরীফুল ইসলাম, শ্রম বিষয়ক সস্পাদক, গোলাম রাব্বী স্বাস্হ ও জনস্ংখ্যা বিষয়ক সস্পাদক: সামছু উদ্দিন, মুক্তিযাদ্ধা বিষয়ক সস্পাদক : আজাদুর রহমান। কাষর্কারী কমিটির সদস্য: তাজবীর আহম্মেদ, আরিফুল ইসলাম,নাজিম উদ্দিন, রাসেল মাতবার,এরশাদ মিয়া, নিজাম উদ্দিন, সোহেল খাঁন, পরিতোষ সাহা,অনু মিয়া, সফিকুর রহমান, আবু সোহাব,কামরুল ইসলাম, সাজ্জাদ হোসেন,মামুন রশীদ, সাহেরা জেসমিন ,খলিলুর রহমান, গোলাম শামীম।
আরও উপস্হিত ছিলেন ডেনমার্ক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব: নাজিম উদ্দিন ও সাধারন সস্পাদক রনি আলম,দোলন,রতন এবং আরও অনেকে। পরে রাতের খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।