মাহবুবুর রহমান, ডেনমার্ক, কোপেনহেগেন থেকে: বাংলাদেশের প্রধানমন্ত্রীর শক্তিশালী ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিতকরণ হয়েছে। পাশাপাশি বলিষ্ঠ ও নিরপেক্ষ কূটনীতির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত ইলেক্ট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট কার্ষক্রম ডেনমার্কে বাংলাদেশ দূতাবাসে ২৮ জুলাই ২০২২ উদ্বোধন করা হয়। বহির্বিশ্বে বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোর মধ্য বার্লিনের পরে ডেনমার্কে এই আধুনিক প্রযক্তি ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হলো।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী মুজিববর্ষে ই-পাসপোর্ট জনগণের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এরই অংশ হিসাবে বাংলাদেশ দূতাবাস ডেনমার্কে ই-পাসপোর্ট উদ্বোধনের মাধ্যমে ই-পাসপোর্টের রোল আউট শুরু হলো। দূতাবাসে ই-পাসপোর্টের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাস ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত জনাব আল্লামা সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব ড. তরুন কান্তি সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: আজিজুর রহমান। ই-পাসপোর্ট বিষায়ক টেকনিক্যাল টিমে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহামদ হোসাইন, মেজর ইমরুল কায়েস এবং চট্রগ্রাম বিভাগের পাসপোর্ট প্রধান জনাব আবু সাঈদ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতা ও পরিচালনায় ছিলেন বাংলাদেশ দুতাবাস ডেনমার্কের প্রথম সচিব জনাব মুহাম্মদ সাকিব সাদাকাত ও দ্বিতীয় সচিব জনাব মেহেবুব জাম্মান। বক্তাতা করেন, ডেনমার্ক আওয়ামীলীগের সাধারণ সস্পাদক মাহবুবুর রহমান ও যুগ্ম সাধারণ সস্পাদক বোরহান উদ্দিন। উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি জনাব খোকন মজুমদার সহ ডেনমার্ক আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বাংলাদেশ কমিউনিটি ডেনমার্কের বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানের শেষ অংশে দূতাবাসের পক্ষ থেকে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।