প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অভিনীত সরকারি অনুদানের ছবি ‘বৃদ্ধাশ্রম’ বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটিই ডিসেম্বরে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। এতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল।
এ বিষয়ে ববি বলেন, ‘বৃদ্ধাশ্রম’ এর গল্প মৌলিক। পারিবারিক গল্পের সুন্দর একটি ছবি। সকলে মিলে এ সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখা উচিত। একজন সমাজকর্মীর চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন। ছবিটির শুটিংয়ে করতে গিয়ে খুব খারাপ লেগেছিল। এতো কষ্ট করে বৃদ্ধাশ্রমে মা, বাবারা থাকেন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। আমার বিশ্বাস, ছবিটি দর্শক পছন্দ করবেন।
ওপার বাংলায় বড় বাজেটের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন ববি। তবে সেটা এখনই বিস্তারিত জানাতে চান না ববি।
এছাড়া ববি অভিনীত ‘রক্তমুখী নীলা’ ছবিটি পশ্চিমবঙ্গে খুব শিগগিরই মুক্তি পাবে। এখানে ববির বিপরীতে অভিনয় করেছেন সব্যসাচী মিশরা। পরিচালনা করছেন জয়দীপ মুখার্জী। এছাড়া ইফতেখার চৌধুরীর নতুন ছবি ‘মুক্তি’-তেও ববি অভিনয় করবেন। সমাজের নারীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা থাকছে এ সিনেমার গল্পে। ছবিতে ববির বিপরীতে অভিনয় করবেন রোশান। আগামী বছরের নারী দিবসে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।