প্রবাস মেলা ডেস্ক: ২৯ এপ্রিল ২০১৯ সোমবার সন্ধ্যায় আন্তর্জাতিক দুর্দশাগ্রস্থ শিশু সংস্থা ডিসট্রেস্ড চিল্ড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এর মুহাম্মদপুরস্থ অফিস পরিদর্শন করেছেন প্রবাস মেলা’র সার্কুলেশন ম্যানেজার মো: শরিফুল ইসলাম ও চীফ রিপোর্টার মো: মোস্তফা কামাল মিন্টু। এসময় তারা ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. এহসান হকের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

ডিসিআই বাংলাদেশসহ বিশ্বের আরো কয়েকটি দেশে সুবিধাবিঞ্চত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, দৃষ্টিশক্তি সেবা, দক্ষতা প্রশিক্ষণ, পারিবারিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পরিবারের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

মতবিনিময়ে ড. এহসান হক ডিসিআই এর সার্বিক সহযোগিতায় পাশে থাকায় প্রবাস মেলা কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতেও প্রবাস মেলা ডিসিআই এর সহযোগিতায় থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
এসময় প্রবাস মেলা’র সার্কুলেশন ম্যানেজার ও চীফ রিপোর্টার ডিসিআই এর সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের সাথে কিছুক্ষণ সময় কাটান।

উল্লেখ্য, ড. এহসান হক নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) নামক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গরীব শিশুদের পড়ালেখাসহ তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যই মূলত এর যাত্রা শুরু হয়।