ডেস্ক রিপোর্ট: ডিসট্রেসড চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) সান চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের (এসসিএসপি) মাধ্যমে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা ও সাবান প্রদান করে। কোভিড-১৯ মহামারী লক্ষ লক্ষ মানুষকে মারাত্মক খাদ্য সংকটের ঝুঁকিতে ফেলেছে। এই মহামারী ছড়িয়ে পড়ার সাথে সাথেই ডিসিআই ও আরএসসি কর্মহীন মানুষদেও জরুরী খাদ্য ও স্বাস্থ্য সচেতনতাসহ শিশুদের জন্য বাড়িতে বসেই শিক্ষা গ্রহণের বিশেষ ব্যবস্থার সহায়তা করছে।
৮০৫ এর অধিক সদস্য বিশিষ্ট মোট ১৬০টি পরিবারকে ১৫ দিনের খাদ্যের জন্য ১৫ কেজি চাউল, ১.৫ কেজি মসুর ডাল, ১ লিটার ভোজ্য তেল, ৪ কেজি আলু, ৫০০ গ্রাম লবণ এবং ১টি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হয়। অধিক জনসমাগম এড়িয়ে চলার স্বার্থে বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করেই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি ১৫ দিন অন্তর ১৬১ টি পরিবার আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ত্রাণ সহায়তা পাবেন।

জনাব রওশন আরা, সম্মানিত প্রধান শিক্ষক, গাবরোল সিদ্দিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশিষ্ট সমাজ সেবক জনাব মো: আমিনুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মো: আনিসুর রহমান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করেন। মি. গোলাম কিবরিয়া, এরিয়া ম্যানেজার, রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আর এস সি) সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন।
ডিসিআই-আরএসসি ধারাবাহিকভাবে বাংলাদেশের নিঃস্ব মানুষের জন্য সহায়তা সরবরাহ করছে। এই সঙ্কটের শেষ এখানেই নয়! হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন খাবার ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। আমরা পর্যায়ক্রমে এই সহায়তাকে প্রসারিত করছি। এই মহৎ প্রচেষ্টায় সহায়তার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন: https://distressedchildren.org/ আপনাদের প্রতিটি অনুদানই ডিসিআই-আরএসসি- এর নির্দিষ্ট ক্ষেত্রেই সরাসরি ব্যবহৃত হচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রেই কোন না কোন মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখছে।