প্রবাস মেলা ডেস্ক: ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী ফারজানা মুন্নীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে তলব করা হয়। ১৯ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গান বাংলা চ্যানেলের জনসংযোগ কর্মকর্তা রুদ্র হক।
ডিবি কার্যালয় থেকে বের হয়ে অপু বিশ্বাস বলেন, ‘হারুন ভাই আমাদের অভিভাবক। তাই আমরা উনার কাছে এসেছি। আমি সবাইকে সম্মান করি। তাপস ভাইয়ের সঙ্গে আমার আজ প্রথম দেখা, তবে এই জায়গায় দেখা হবে সেটা ভাবিনি। পারিবারিক ঝামেলা নিয়ে বেশি আলোচনা না হওয়াই ভালো। ভুল মানুষের উর্ধ্বে নয়, সবাইকে অনুরোধ করবো কেউ আমাদের নিয়ে ভুল ব্যাখ্যা দিবেন না।’
তিনি আরও বলেন, ‘আমার ফেসবুকে একটি ভিডিও দিয়েছিলাম। কিন্তু তাপস ভাই ভাবীকে আজ কাছাকাছি পেয়ে আমার ভালো লেগেছে। আমি সেই ভিডিও ডিলিট করে দেব।