প্রবাস মেলা ডেস্ক: গেল বছরের শেষ সময়ে একটি বিজ্ঞাপনের মডেল হলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। অমিতাভ রেজার নির্দেশনায় ‘ডিপ্লোমা দুধের’ একটি বিজ্ঞাপনে দেখা যাবে এই অভিনেত্রীকে। খুব শিগগির এটি প্রচারে আসবে। শশী ছাড়াও এই বিজ্ঞাপনে বেশ কিছু শিল্পীকে দেখা যাবে বলে নির্মাতা জানান ।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে শশী বলেন, অমিতাভ রেজার সঙ্গে এই বিজ্ঞাপনটিতে কাজ করে বেশ ভালো লেগেছে। এছাড়া বরাবরই তার নির্মাণে বৈচিত্র্য থাকে। বিজ্ঞাপনটিতে দর্শক আমাকে নতুনভাবে দেখবে। বিজ্ঞাপনটি প্রচারে আসলে দর্শকের ভালো লাগবে আশা করছি।
নতুন বছরে দর্শকের জন্য এটি নতুন কিছু হবে আমার পক্ষ থেকে। শশী বর্তমানে একাধিক ধারাবাহিক নাটকে ব্যস্ত সময় পার করছেন। শাহীন সরকারের ‘জ্ঞানী গঞ্জের পণ্ডিতেরা’, কায়সার আহমেদের ‘আয়না’, সোহেল আরমানের ‘জলরং’, দেবাশীষ বড়ুয়া দ্বীপের ‘ভালোবাসা প্রেম নয়’ ও সালাহউদ্দিনের ‘মায়া মসনদ’ নেয়াজ মাহবুবের ‘নোলক’সহ বেশ কিছু ধারাবাহিকে তিনি অভিনয় করছেন। গতানুগতিক কাজের বাইরে নতুন বছরে ভিন্ন কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন এই অভিনেত্রী।