প্রেস রিলিজ: আগামী ১৬ আগস্ট ২০২০, রবিবার লাইভ ডিজিটাল কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন সুমনা মুখার্জী। মহতী এই অনুষ্ঠানের আয়োজন করেছে মিউজিকা ক্রিয়েশন। ভারতীয় সময় সন্ধ্যা ৮টা, বাংলাদেশ সময় ৮.৩০টা, ইউকে সময় বেলা ৩.৩০টা, কানাডা সময় সকাল ১০.৩০টা ‘আমি যে জলসা ঘরে’ শিরোনামে কনসার্টটি সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে টিকেট পাওয়া যাবে www.wingsmedia.com/tickets এই ওয়েবসাইট থেকে। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় রুপি ১০০, বাংলাদেশি টাকা ১৪০, কানাডিয়ান ডলার ৫, ইউএস ডলার ৫ এবং ইউরো ৫। উক্ত অনুষ্ঠানের ওয়েব পার্টনার উইঙ্গস মিডিয়া।