প্রবাস মেলা ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ১৩ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এতে একজন যুগ্ম পুলিশ কমিশনার, এক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১১ জনকে একযোগে বদলি করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা পৃথক তিনটি আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে ট্র্যাফিক অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চে, গোয়েন্দা মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলীকে ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।
বদলি হওয়া সহকারী পুলিশ কমিশনাররা (এসি) হলেন- মোহাম্মদপুর জোনের মো. তারেক সেকান্দারকে গোয়েন্দা লালবাগ বিভাগে, পল্লবী জোনের পহন চাকমাকে গোয়েন্দা রমনা বিভাগে, শ্যামপুর জোনের আসিফ মাহমুদ গালিবকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের দক্ষিণে, ডেমরা জোনের এমএম সবুজ রানাকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, মিরপুর জোনের মাহমুদুল হোসাইনকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, গোয়েন্দা রমনা বিভাগের মো. সাজ্জাদুর রহমানকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়াও মো. মিজানুর রহমানকে মিরপুর জোনে, মো. সরাফত উল্লাহকে শ্যামপুর জোনে, মো. জাহিদ হোসেনকে পল্লবী জোনে, মো. নাসিম উদ্দিনকে ডেমরা জোনে এবং একেএম মেহেদী হাসানকে মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।