নাজমুল ইসলাম মকবুল:
সিলেট কিংবা বাংলাদেশে
বাংলাভাষী যতো দেশে
করছেন ঘুরাঘুরি।
সবাই চেনেন একনামেতে
সিলেটেরই কৃতিসন্তান
জহির অচিনপুরী।
চোখের ডাক্তার শুধুই নয়
ভক্তজনের চোখের মণি
প্রতিবাদী কন্ঠে যিনি
তুলে ধরেন অসংগতি
এবং সবার লাভ ও ক্ষতি।
চোখ রাঙানী ভয় না করে
হর হামেশা কলম ধরে
অবিরতো লিখতে আছেন।
দোয়া করি এমন গুণী
শত বছর হাজার বছর
কিংবদন্তি হয়ে বাঁচেন।।