প্রবাস মেলা ডেস্ক: সম্প্রীতির কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিসুধা ছড়িয়ে আছে সমগ্র বিশ্বমননে। ভারতের মাটিতে জন্ম নেওয়া কবিস্বত্ত্বারর পার্থিবদেহ মিশে আছে বাংলাদেশের ভূমিতে। তাই দুই দেশের মানুষের চিন্তনে কবি কাজী নজরুল ইসলাম এক আত্মিক সেতু নির্মাণ করে গেছেন। আর সেই চুরুলিয়ার দুঃখুমিঞাকে আরও কাছ থেকে জানতে এক ডকুমেন্টরি ফিল্ম নির্মাণ করলেন বাংলাদেশের পরিচালক ও নজরুল অনুরাগী ফেরদৌস খান।
২৭ আগস্ট ২০২০, বৃহস্পতিবার ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’ এর ট্রেলার এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। করোনার করাল গ্রাসে বিশ্ব আজ স্তব্ধ তাই সামাজিক মাধ্যমের পৃথিবীকেই মানুষ আপন করে নিয়েছে বর্তমান সময়ে। তাই ট্রেলারটি জুম-এ অনলাইনে লঞ্চ হয়েছে। জুম অনলাইনে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন বাংলাদেশের সংস্কৃত বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও সচিব, তথ্য সচিব মহোদয়, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম সহ কবি পরিবারের সদস্যগণ ও নজরুল গবেষক শিল্পী তথা বাংলাদেশ এবং ভারত সহ সারাবিশ্বের সব নজরুল ভক্ত- প্রেমিকরা।
বিশিষ্ট পরিচালক ফেরদৌস খান জানান, ‘ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুল’ এর নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এর সার্টিফিকেট পাওয়ায় মাধ্যমে এটি এখন প্রদর্শনীর জন্য সম্পূর্ণ প্রস্তুত । করোনা পরিস্থিতির আর একটু উন্নতি হলেই প্রথমে ঢাকা ও তারপর কলকাতাতে বড় কোনও সিনেপ্লেক্স এ প্রিমিয়ার শো করার মধ্য দিয়ে প্রদর্শনী শুরু হবে। ভারত-বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও কালচারাল প্রতিষ্ঠানে প্রদর্শিত হবে ডকুফিল্ম ‘বায়োগ্রাফি অব নজরুল’। দুই বাংলার বাইরেও অন্য দেশে বাঙালী কমিউনিটির বিভিন্ন কালচারাল আয়োজনে প্রদর্শিত হবে এটি।