হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘রিসিন’ বিষমিশ্রিত চিঠি পাঠানোর অপরাধে পাসকেল ফেরিয়ার নামক একজন কানাডিয়ান নারীকে ২২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ২০২০ সালের সেপ্টেম্বরে পাসকেল ফেরিয়ার নামক ৫৬ বছর বয়সী ওই নারী ট্রাম্পকে সম্বোধন করা একটি খাম হোয়াইট হাউসে পাঠিয়েছিলেন। জৈবিক অস্ত্র ব্যাবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ২২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ট্রাম্পকে লেখা চিঠিতে ফেরিয়ারের আঙুলের ছাপ খুঁজে পায়।
ফেরিয়ার আদালতে বলেন, তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি ট্রাম্পকে থামাতে পারেননি। তিনি নিজেকে একজন সন্ত্রাসী নয় একজন কর্মী হিসেবে দেখেন। তিনি বলেন, আমি আমার লক্ষ্য অর্জনের জন্য শান্তিপূর্ণ উপায় খুঁজে পেতে চাই। চিঠিতে তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখেন, আমি আপনার জন্য একটি নতুন নাম খুঁজে পেয়েছি, ‘কুৎসিত অত্যাচারী ক্লাউন’।
ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ফেরিয়ার টেক্সাসের আট আইন প্রয়োগকারী কর্মকর্তাকে একইভাবে চিঠি পাঠানোর কথা স্বীকার করেছেন। সাজা ভোগ করার পরে তাকে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হবে। যদি সে ফিরে আসে তবে তাকে আজীবন তত্ত্বাবধানের মুখোমুখি হতে হবে। ফেরিয়ার ফ্রান্স এবং কানাডার একজন দ্বৈত নাগরিক।