হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প সম্পর্কে আবারও নিজের ক্ষোভ জানিয়েছেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের সমর্থকেরা তার ঘোড়ার ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। খবর নিউ ইয়র্ক পোস্টের।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ৪৪ বছর বয়সী এই পর্ন তারকা। ‘গুড মর্নিং, ব্রিটেন’ অনুষ্ঠানে স্টর্মি ড্যানিয়েলস বলেন, ‘আমি শুধু সত্যটা বলতে চেয়েছিলাম। এর থেকে বেশি কিছু না।’
তবে এই সত্য বলার কারণে তিনি কোন পরিস্থিতির মধ্যে পড়েছেন, তা বলেছেন। তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে, মানুষ সত্যের মুখোমুখি হতে ভয় পায় এবং সত্যটা দেখতে ভয় পায়।
ঘোড়ার ওপর হামলা প্রসঙ্গে স্টর্মি বলেন, আমি তার (ট্রাম্পের) কাছ থেকে বার্তা পাচ্ছিলাম। কয়েক সপ্তাহ আগে আমার ঘোড়ার ওপর হামলা হয়েছে।
তবে স্টর্মির ঘোড়ার কোনো ক্ষতি হয়েছে কি না, সে সম্পর্কে তিনি কিছু বলেননি। তিনি বলেন, ট্রাম্পের সমর্থকেরা কাঁটাতারের বেড়া পেরিয়ে সেখানে ঢুকেছিল। চিৎকার করে বলেছিল, তারা ট্রাম্পের সমর্থক।
২০১৮ সালে স্টর্মি ও ট্রাম্পের গোপন প্রণয়ের বিষয়টি সামনে আসার পর কী হয়েছিল, তা নিয়েও কথা হয়েছে ওই অনুষ্ঠানে। স্টর্মি বলেন, ‘ওই সময় আমাকে আক্রমণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি সেই শব্দ বা কথাগুলো টেলিভিশনে বলতে পারব না।’
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে স্টর্মির সঙ্গে ট্রাম্পের গোপন প্রণয়ের কথা যাতে ফাঁস না হয়, সে জন্য মুখ বন্ধ রাখতে চুক্তি করে অর্থ দেয়া হয়েছিল। পরে ২০১৮ সালে ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করেন স্টর্মি। যদিও সেই মামলায় হেরে যান সাবেক এই পর্ন তারকা। গত ৪ এপ্রিল মামলার রায়ে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীর খরচ বাবদ ১ লাখ ২২ হাজার ডলার দেয়ার জন্য নির্দেশ দেন লস অ্যাঞ্জেলেসের একটি আপিল আদালত