রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার ভোরে কর্ণফুলী টোল প্লাজা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মনির ও সুমন নামক দুই পাচারকারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কক্সবাজার থেকে মিনিট্রাকে করে ইয়াবাগুলো নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিলো উল্লেখিত দুই পাচারকারী।
জানা যায়, কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় একটি পিকাপকে চ্যালেঞ্জ করে দুই ইয়াবা কারবারিসহ একটি পিকাপ জব্দ করেছে সিআইডি। তারা নিজেদের মিনিট্রাকের চালক ও সহকারী বলে দাবি করেন।
সিআইডি চট্টগ্রামের পরিদর্শক ফজলুল কাদের চৌধুরী বলেন, কর্ণফুলী টোল প্লাজা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মনির ও সুমন নামে দুইজনকে আটক করা হয়েছে। তারা কক্সবাজার থেকে খাদিজা নামের একজনের কাছ থেকে ইয়াবাগুলো নিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জে যাচ্ছিল। সেখানে তারা শাহজাহান নামে আরেকজনের কাছে সরবরাহ করবে বলে জানা যায়।
খালি মিনিট্রাক নিয়ে মনির ও সুমন নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার গিয়েছিল ইয়াবা নিয়ে আসার জন্য। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।