তপন দেবনাথ, লস এঞ্জেলেস, যুক্তরাষ্ট্র: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মোহাম্মদ হাসান ইমাম খান সোহেল হাজারী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়য় লস এঞ্জেলেসে বসবাসরত বিশিষ্ট কুটির শিল্প গবেষক মোহাম্মদ শাহজাহান বাবুল অভিনন্দন জানিয়েছেন। সে সাথে তিনি কালিহাতীতে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ।
বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ হাসান ইমাম খান সোহের হাজারী কালিহাতীর আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন এবং সৎ, সাহসী, তরুণ এই মুুজিব সেনা আগামী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হলে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মোহাম্মদ শাহজাহান বাবুল।
উল্লেখ্য যে মোহাম্মদ হাসান ইমাম খান সোহের হাজারী মোহাম্মদ শাহজাহান বাবুলের স্ত্রীর বড় ভাই। হাসান ইমান খানের বোন সুবর্ণা শাহজাহান, ছোট ভাই হাসান তারেক খান ও ভাগ্নি শারমীন শাহজাহান তার পক্ষে নির্বাচনী প্রচারাভিযানে অংশ গ্রহনের জন্য কয়েক দিনের মধ্যে লস এঞ্জেলেস থেকে বাংলাদেশে যাবেন।
মোহাম্মদ হাসান ইমাম খানের পিতার নাম শামসুল হুদা খান ও মাতার নাম নুরজাহান খান। নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতা এবারও ব্যাপক ভোটে বিজয়ী হবেন বলে লস এঞ্জেলেসে বসবাসরত কালিহাতী অধিবাসীদের পক্ষ থেকে জানা গেছে।