শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: করোনার (Covid 19) দ্বিতীয় ঢেউ আচড়ে পড়ল টালিগঞ্জের স্টুডিওপাড়াতেও। করোনায় আক্রান্ত হলেন সুপারস্টার জিৎ (Jeet)। টুইটারে নিজেই এ খবর জানিয়েছেন তিনি।
টুইটারে জিৎ লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। বাড়িতে আইসোলেশনে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কাছে অনুরোধ করছি, করোনা পরীক্ষা করিয়ে নিন।’
উল্লেখ্য, এর আগে টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন টলিউড সম্রাজ্ঞী ঋতুপর্ণা সেনগুপ্ত।