জেনিফা জামান:
জ্যোৎস্নার বৃষ্টিতে ভিজবো চলো
সহচারী দুঃখগুলো ভুলে,
ঘন পর্দার আড়ালের ব্যাথা বেদনা তুলে
নক্ষত্রদের ঝাড়বাতিতে,
আলোকিত বিনিদ্রিত রাত কে বলো
উৎসবে মেতে উঠি চলো…
আকাশের গ্যালারী তে
অংকিত কারুকাজ এ
সম্মিতর চাদরে আবৃত হই চলো,
জ্যোৎস্নার বৃষ্টি তে ভিজবো
তুমি আমি দুজনায় বলো?
মাটির সাথে চাঁদের আজ লজ্জা
ঘুচাবো ধরো,
জ্যোৎস্নার বৃষ্টি তে তুমি আমি
দুজনায় ভিজবো চলো।