প্রবাস মেলা ডেস্ক: ‘জ্যাম’ ছবিতে অভিনয়ের জন্য কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন ছবিটির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল। ওয়ার্ক পারমিট পেলেই তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে।
নঈম ইমতিয়াজ নেয়ামূল জানান, কয়েকদিন ধরেই এফডিসিতে চলছে ‘জ্যাম’ ছবির কাজ। এ ছবির দৃশ্যধারণের কাজ শেষ পর্যায়ে। আর কিছু কাজ শেষ হলেই এটি সম্পাদনার টেবিলে জমা হবে। বর্তমানে কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্য আমরা অপেক্ষা করছি। তার কাজ এখনো বাকি আছে। মূলত তার ওয়ার্ক পারমিটের জন্য কাগজপত্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর তিনি শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসবেন।

এ ছবিতে কী ধরনের চরিত্রে ঋতুপর্ণাকে দর্শকরা দেখতে পাবেন জানতে চাইলে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল বলেন, এ ছবিতে ঋতুপর্ণাকে দর্শকরা একজন উকিলের চরিত্রে দেখতে পাবেন। ছবিতে তার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এর বেশি কিছু বলতে চাইনা।
উল্লেখ্য, ‘কৃতাঞ্জলী ফিল্মস’-এর ব্যানারে ‘জ্যাম’ ছবিটি প্রযোজনা করছেন শেলী মান্না। এ ছবিতে আরও অভিনয় করছেন ফেরদৌস, আরিফিন শুভ, পূর্ণিমা, মুকিত, সুষমা সরকার, দিপুল প্রমুখ। ছবির গল্প লিখেছেন প্রয়াত আহমদ জামান চৌধুরী।