হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজেনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র নেতৃবৃন্দ বলেছেন, আদালতের আদেশ মোতাবেক জেবিবিএ’র নির্বাচিত কমিটি ছাড়া অন্য কারো নাম ও লগো ব্যবহারের অধিকার নেই। আদালতের আদেশ অমান্য করে জেবিবিএ’র নাম ও লগো ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নেতৃবৃন্দ বলেন, জেবিবিএ’র নির্বাচিত কমিটি বহাল থাকা অবস্থায় অন্য কারো সাধারণ সভা ডাকারও কোন অধিকার নেই। সাধারণ সভা ডাকার প্রয়োজন হলে কার্যকরী পরিষদই ডাকবে।
নিউইয়র্কে জ্যাকসন হাইটসে ১৩ অক্টোবর শনিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেবিবিএ’র নেতৃবৃন্দ এ কথা বলেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু। এরপর সভাপতি শাহ নেওয়াজ মূল বক্তব্য তুলে ধরেন। এসময় জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, মোহাম্মদ মাহবুব এ চৌধুরী, মোহাম্মদ আনোয়ার হোসেন, বেলাল আহমেদ সহ জেবিবিএ’র কার্যকরী পরিষদের ১৫জন কর্মকর্তার মধ্যে ১০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দু’জন কর্মকর্তা বাংলাদেশ অবস্থান করছেন বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ৫ সদস্য বিশিষ্ট জেবিবিএ’র নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে বলেও জানান হয়। উপদেষ্টারা হলেন জাকারিয়া মাসুদ জিকো, মোহাম্মদ মাহবুব এ চৌধুরী, তারেক হাসান খান, আনোয়ার হোসেন ও এডভোকেট জাকির এইচ মিয়া। সংবাদ সম্মেলনে আগামী ৩০ অক্টোবর জেবিবিবিএ’র নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে জানান হয়।
সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান টুকু বলেন, সভাপতি শাহ নেওয়াজ আর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকুর নেতৃত্বাধীন কমিটিই জেবিবিএ’র নির্বাচিত ও বৈধ কমিটি। কিন্তু কে বা কারা বা কোন এক কুচক্রীমহল বেনামে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জেবিবিএ’র লগো ব্যবহার করে সাধারণ সভা আহ্বান করেছে। যাতে আদালতের আদেশ অমান্য হয়েছে।
মাহবুবুর রহমান টুকু বলেন, জেবিবিএ’র নির্বাচন ঘিরে ইতিপূর্বে দায়ের করা আদালতের রায়ে জেবিবিএ’র নাম ও লগো অন্য কারো ব্যবহারে বাধা নিষেধ রয়েছে। আগামীতে যদি কেউ পুনরায় জেবিবিএ’র নাম ও লগো ব্যবহার করেন তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে শাহ নেওয়াজ বলেন, জেবিবিএ’র কার্যকরী পরিষদের প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩০ অক্টোবর মঙ্গলবার জেবিবিবিএ’র নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে। জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে এই অভিষেক অনুষ্ঠিত হবে। কার্যকরী পরিষদের সভায় নতুন উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।
সাধারণ সম্পাদক টুকু জেবিবিএ’র নতুন উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। তিনি জানান, জেবিবিএ’র গঠনতন্ত্র মোতাবেক বিদায়ী সভাপতি হিসেবে জাকারিয়া মাসুদ জিকো ছাড়াও আরো ৪জনকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে। কার্যকরী পরিষদের সভায় উপদেষ্টা মনোনয়নের জন্য ১২জনের নাম উত্থাপিত হলে সেখান থেকে ৪জনকে মনোনীত করা হয়। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক উপদেষ্টা পরিষদের সদস্যরা ভোট দিতে পারবেন না এবং কার্যকরী পরিষদেও থাকতে পারবেন না। তারা শুধু উপদেশ প্রদান করবেন।